কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বার্তা
ডেস্ক রিপোর্ট: কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশিদের সহজে বিভিন্ন সেবা ও পরামর্শ দেয়ার জন্য সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টার হটলাইন নাম্বার চালু করেছে দূতাবাস।
ভিন্ন ভিন্ন সেবার জন্য আলাদা নাম্বার ও উইংকে সেবা দিতে বিশেষভাবে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ দূতাবাস। গেল বৃহস্পতিবার (১১ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে দূতাবাস উল্লেখ করেছে-কর্মী বা শ্রমবাজার সংক্রান্ত যেকোনো সমস্যা, যেমন আকামা, বেতন, মরদেহ দেশে আনা, ক্ষতিপূরণ আদায়, সার্ভিস বেনিফিট এবং পাওয়ার অব অ্যাটর্নি ইত্যাদি কাজের জন্য কল্যাণ সহকারী দুজনের নাম, মোবাইল নাম্বার ও অফিসের ফোন নম্বর দেয়া হয়েছে। কল্যাণ সহকারীদের মোবাইল নাম্বারের ইমো অথবা হোয়াটসআ্যপেও সরাসরি যোগাযোগ করতে পারবেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।
যোগাযোগের জন্য নাম ও মোবাইল নাম্বার:
তোহিদুল ইসলাম, কল্যাণ সহকারী
মোবাইল নাম্বার : +৯৬৫ ৯৯৫ ৩৬৭ ৪৩
ফরিদ হোসেন, কল্যাণ সহকারী
মোবাইল নাম্বার : +৯৬৫ ৯৪৪ ২৯৭ ৪৪
টেলিফোন নাম্বার: +৯৬৫২৩৯ ০০৯ ২১
কুয়েত প্রবাসী বাংলাদেশিরা কলসুলার সেবা- যেমন, ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন, নাম সংশোধন সনদ, আমমোক্তারনামা, একাডেমিক সার্টিফিকেট, ছবি সত্যায়ন, রিলেশন সনদ, এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন বিষয়ে প্রত্যয়নপত্র সংক্রান্ত তথ্যের জন্য একজনের নাম ও মোবাইল নাম্বার দিয়েছে দূতাবাস।
যোগাযোগের জন্য নাম ও মোবাইল নাম্বার:
নূর জামাল, অব্ভর্থনাকারী
মোবাইল নাম্বার: +৯৬৫ ৬৬৫ ১৬৪ ০৪
টেলিফোন নাম্বার: +৯৬৫২৩৯ ০১০ ০৯, +৯৬৫ ২৩৯ ০০৯ ১৩
এছাড়া কুয়েত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য মোবাইল ফোন ও হোয়াটসআ্যপ নাম্বারসহ দু’জনকে দায়িত্ব দিয়েছে দূতাবাস।
যোগাযোগের জন্য নাম ও মোবাইল নাম্বার:
মওদুদুর রহমান, অফিস সহকারী
মোবাইল নাম্বার : +৯৬৫ ৫০৮ ৯৫১ ৬১
নূর মোহাম্মদ, অফিস সহকারী
মোবাইল নাম্বার : +৯৬৫ ৯৮৭ ৪৭৮ ৩৭
উল্লিখিত কনসুলার ও বিভিন্ন সেবার জন্য সরকারি ছুটির দিন ও শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবেন।
এছাড়া সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা মৃত্যু, দুর্ঘটনা এবং এজাতীয় জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের হটলাইন নাম্বার: +৯৬৫ ৬৯৯ ২০০ ১৩
Source: প্রবাস বার্তা