আরব আমিরাতপ্রবাসসৌদি আরব

চার মাসে রেমিট্যান্স এসেছে ৯ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট:
প্রবাসী বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স পালে হাওয়া বইছে। এর ফলে দেশের অর্থনীতির সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স এসেছে ৯ বিলিয়ন ডলার। এর মধ্যে মাত্র তিন দেশ থেকেই ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। যা দেশে আসা মোট রেমিট্যান্সের ৪৪ দশমিক ২৯ শতাংশ এবং বাংলাদেশি টাকায় ৪০০ কোটি প্রায়।

এ তিন দেশের মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, আরব আমিরাত ও সৌদি আরব। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরেই রয়েছে আরব আমিরাত ও সৌদি আরব।

চলতি অর্থবছরের প্রথম চার (জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর) মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৪১ কোটি ৮২ লাখ ৮০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ১৭ হাজার ২০ কোটি টাকা। এর মধ্যে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ২৩ কোটি ৯০ লাখ ডলার, আগস্টে এসেছে ২৯ কোটি ৩৫ লাখ ডলার, সেপ্টেম্বরে ৮ কোটি ৭৯ লাখ এবং অক্টোবরে এসেছে ৫০ কোটি ডলার।

এ সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৩৬ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ডলার বা ১৬ হাজার ৩৯০ কোটি টাকা। এর মধ্যে জুলাইয়ে ৩৩ কোটি ২৭ লাখ ডলার, আগস্টে ৩৪ কোটি, সেপ্টেম্বরে ৩৬ কোটি এবং অক্টোবরে ৩৩ কোটি ৩৭ লাখ ডলার এসেছে।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব থেকে প্রথম চার মাসে ১১৭ কোটি ৬১ লাখ ডলার বা ১৪ হাজার ১১৩ কোটি টাকার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button