জেসির স্বপ্নযাত্রা: এশিয়া কাপে আম্পায়ারিংয়ের সুযোগ
সাথিরা জেসি নিঃসন্দেহে নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন। অল্প সময়ের মধ্যেই নারী এশিয়া কাপে আম্পায়ারিংয়ের সুযোগ তার হাতে এসেছে। এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জেসি বলেন, “এখনও বিশ্বাস হচ্ছে না যে এশিয়া কাপে আম্পায়ারিং করতে যাচ্ছি। এত তাড়াতাড়ি স্বপ্ন পূরণ হয়ে যাবে ভাবিনি!”
গত এশিয়া কাপে তিনি খুব কাছ থেকে দলের সঙ্গে ছিলেন। “ওই সময় যখন দেখেছি কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া থেকে মেয়েরা আম্পায়ারিং করছে; বাংলাদেশ থেকে কেউ নেই, তখন থেকেই লক্ষ্য ছিল পরের এশিয়া কাপটা আমি করবো।”
জেসির লক্ষ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে নিজের জায়গা করে নেওয়া, কিন্তু এত তাড়াতাড়ি তার স্বপ্ন পূরণ হবে, তা তিনি কল্পনাও করেননি।
তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “অবশ্যই এই জায়গায় আসতে সবচেয়ে বেশি অবদান মিঠু ভাই, অভি ভাই, ওমর ভাই ও মনি ভাইয়ের। সবাই আমাকে সাপোর্ট দিয়েছে। আর বিসিবিকেও ধন্যবাদ, তারা নারী আম্পায়ারদের নিয়ে এত সাহসী পদক্ষেপ নিয়েছে। আইসিসিতে আমাদের নাম পাঠিয়েছে, মনোনয়ন দিয়েছে। আমরা আইসিসি প্যানেলেও জায়গা পেয়েছি। ছেলেদের ম্যাচ দেওয়া থেকে শুরু করে এ পর্যন্ত আসতে আম্পায়ার বিভাগ ও বিসিবি অনেক সাহস দেখিয়েছে।”
জেসির আশা, এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ দিয়েই শুরু হবে তার স্বপ্নের যাত্রা। “ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে। ওই ম্যাচে আম্পায়ারিং করবো এটা নিশ্চিত। কোথায় দেবে জানি না। ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আমার এশিয়া কাপ।”
এশিয়া কাপের পর জেসির পরবর্তী লক্ষ্য নারী বিশ্বকাপ। নারী বিশ্বকাপে খেলা পরিচালনা করার জন্য তিনি মুখিয়ে আছেন। “বিশ্বকাপের পরই বড় আসর হচ্ছে এই এশিয়া কাপ। এশিয়ার জন্য তো অবশ্যই আম্পায়ারিং করতে চাই। যে কোনো বড় আসরই চ্যালেঞ্জিং। তবে এশিয়ার সব বড় বড় দল একসঙ্গে, এর আগে কখনো হয়নি। এখানে সবার নজর থাকবে। এশিয়া কাপে যদি ভালো করতে পারি, তাহলে বিশ্বকাপ নিশ্চিত।”
প্রবাস কণ্ঠ/এম/এ