এমবাপের স্বীকারোক্তি: “ইউরোতে আমি ব্যর্থ”
২০১৮ বিশ্বকাপের দাপটের পর এমবাপের ছন্দপতন স্পষ্ট। ২০২০ ইউরোতে গোলশূন্য, ২০২৪-এ মাত্র একটি পেনাল্টি গোল – পুরো টুর্নামেন্টে তার ছিল হতাশার ছায়া। স্পেনের কাছে সেমিফাইনালে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই তারকা ফুটবলার।
“এই প্রতিযোগিতায় আমি ব্যর্থ, এ কথা স্বীকার করতেই হবে,” জানালেন এমবাপে। “আমি ইউরো জিততে চেয়েছিলাম। আমি ভালো খেলতে পারিনি, আর আমরা বিদায় নিয়েছি। এখন আমার বিশ্রাম দরকার, তারপর নতুন করে শুরু করবো। আমি আরও শক্তিশালী হয়ে ফিরবো।”
ইউরোর প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নাকের চোটের কারণে সেমিফাইনাল পর্যন্ত মুখে মাস্ক পরে খেলতে হয়েছিল তাকে। তবে সেমিফাইনালে তিনি মাস্ক খুলে ফেলেন। এ বিষয়ে তিনি বলেন, “মাস্ক নিয়ে আমি খুবই হতাশ ছিলাম। ডাক্তারের অনুমতি নিয়েই পরে আর খেলিনি।”