খেলাধুলা

ইউরো সেমিফাইনাল: ইংল্যান্ড-নেদারল্যান্ডসে হাড্ডাহাড্ডি লড়াই, প্রথমার্ধে সমতা

ডেস্ক রিপোর্ট: এবারের ইউরোর অন্যতম দাবিদার হিসেবে ইংল্যান্ড কেন বিবেচিত হচ্ছে, তা তারা সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত খেলেই প্রমাণ করছে। যদিও ডাচরাও কোনো অংশে কম যাচ্ছে না। দুই দলের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোলে।

ম্যাচের শুরু থেকেই ইংলিশরা বলের দখল নিয়ে আক্রমণাত্মক খেলতে থাকে। তবে মাত্র সাত মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডেকলাইন রাইসের কাছ থেকে বল কেড়ে নিয়ে জাভি সিমন্স দূরপাল্লার এক জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন। জাতীয় দলের হয়ে এটি তার দ্বিতীয় গোল।

এক গোল খেয়ে ইংল্যান্ড আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। ১৩ মিনিটে হ্যারি কেইনের এক দুর্দান্ত শট ডাচ গোলরক্ষক দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন।

১৬ মিনিটে কেইন আবারও ডি বক্সের ভেতর থেকে শট নেন, যা গোলবারের ওপর দিয়ে চলে যায়। তবে ভিএআর-এ দেখা যায় ডামফ্রিস কেইনকে ফাউল করেছেন, এবং রেফারি পেনাল্টির নির্দেশ দেন। কেইন এই সুযোগ নিয়ে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান। গোলরক্ষক ঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু কেইনের শটের জোর এতটাই ছিল যে তা আটকানো সম্ভব হয়নি।

৩০ মিনিটে নেদারল্যান্ডস আবার এগিয়ে যাওয়ার সুযোগ পায়, কিন্তু ডামফ্রিসের হেড গোলপোস্টে বাধা পায়। ৩২ মিনিটে ইংল্যান্ড প্রথমবারের মতো এগিয়ে যাওয়ার সুযোগ পায়, কিন্তু ফিল ফোডেনের বুলেট গতির শটও গোলবারে লেগে ফিরে আসে।

৪০ মিনিটে ফোডেন আবার দূরপাল্লার শট নেন, তবে এবার ডাচ গোলরক্ষক তা সুন্দরভাবে ঠেকিয়ে দেন। প্রথমার্ধে ৬৩ শতাংশ বল দখলে রেখেও ইংল্যান্ড ১-১ সমতায় থেকেই বিরতিতে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button