প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় জাসাস এর উদ্যোগে ইফতার ও আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস মালয়েশিয়া শাখার উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি তালকা মাহমুদ।

জাসাস মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে ও জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক কাউসার আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, মালয়েশিয়া বিএনপির অর্থবিষয়ক সম্পাদক এম,এ কালাম,মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা আব্দুর রহিম, ক্লাং মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির আহমেদ ও সাধারণ সম্পাদক ইসমাইল মজুমদার, সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল, জাসাস নেতা আনোয়ার পারভেজ, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের প্রচার-সম্পাদক এম,এম মারুফ এলাহি,জাসাসের যুগ্ম-আহ্বায়ক মো:সাইফুল আহমেদ।

ইফতার পূর্বক আলোচনা সভা শেষে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও জাসাস মালয়েশিয়া শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল হামিদ মিন্টু , জাসাস মালয়েশিয়া শাখার যুগ্ম-আহ্বায়ক শাওন আহম্মেদ ও ছোটন ভূঁইয়াসহ সকল নেতৃবৃন্দের সুস্থতা ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জাসাসের যুগ্ম-আহ্বায়ক শাওন আহমেদ, যুগ্ন-আহমেদ আরিফ ইসলাম জন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, জাসাস সিনিয়র নেতা ফয়সাল আহমেদ, সাবেক ছাত্রনেত্রী ও জাসাসের যুগ্ন-আহবায়ক ফাতেমা জোহরা মোমো। যুবনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাবু সরকার, বেল্লাল হোসেন ও স্বেচ্ছাসেবক নেতা পলাশ আহমেদ প্রমুখ।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button