বাংলাদেশ

হাতকড়া পরিয়ে টাকা নেওয়া সেই এসআই প্রত্যাহার

জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে টাকা নেওয়ার ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুসকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল। অভিযুক্ত এসআই আবদুল কুদ্দুস মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে একাধিকবার আটক বাণিজ্যের অভিযোগ উঠেছে।

এর আগে ভুক্তভোগী ব্যবসায়ী সবুজ সরকার হাতকড়া পরিয়ে টাকা নেওয়ার বিষয়টি সাংবাদিকদের নজরে আনলে অভিযুক্ত পুলিশ সদস্য আবদুল কুদ্দুস বাড়ি গিয়ে টাকা ফেরত দেন। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, অভিযুক্ত এসআই আবদুল কুদ্দুসকে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দ্রুত তাকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button