প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল, সহনশীলতা ও দৃঢ় ঐক্যের আহ্বান

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় নামাজের খুতবায় মুসলিম উম্মাহর মধ্যে সম্পর্ক উন্নত করতে এবং দেশকে সামগ্রিকভাবে গড়ে তোলার জন্য পারস্পরিক ভালবাসা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দৃঢ় ঐক্যে বসবাস করার আহ্বান জানানো হয়। ঈদ উদযাপনের মাধ্যমে আমাদের মাঝ থেকে সবরকম অশুভ চিন্তা দূর হয়ে যাক। রচিত হোক সবার মাঝে ভ্রাতৃত্বের মেলবন্ধন ।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ বছর বাংলাদেশ ও মালয়েশিয়ায় একইদিনে ঈদ উৎযাপন হচ্ছে।

মালয়েশিয়ায় লাখো প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যারা পরিবার থেকে দূরে সহকর্মীদের সঙ্গে ঈদ পালন করেছেন। মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারা ও জালান দুতায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। সূর্য ওঠার আগেই মসজিদ নেগারা ও মসজিদ উইলিয়া পারসাতুয়ান (জ্বালান দূতা)”য় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। ঈদের জামাতে মালয়েশিয়ানদের পাশাপাশি নামাজ পড়েছেন বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশের মুসলিমরা।

মসজিদ উইলিয়া পারসাতুয়ান (জ্বালান দূতা)”য় মুসল্লিদের সাথে নামাজ আদায় করেন মালয়েশিযার রাজা, সুলতান ইব্রাহিম, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মন্ত্রী পরিষদের সদস্যরা।
নামাজ শেষে ঈদের নামাজে অংশ নেয়া মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মালয়েশিযার রাজা, সুলতান ইব্রাহিম, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মন্ত্রী পরিষদের সদস্যরা।

জামাতে ইমাম ছিলেন, মসজিদ নেগারার গ্র্যান্ড ইমাম উস্তাজা মোহাম্মদ আফিফ বিন জামাল ও মসজিদ উইলিয়া পারসাকুতান (জ্বালান দূতা) খতিব উস্তাজ মোহাম্মদ জামরি বিন আব্দুল হালিম বিল্লাল। ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে বাংলাদেশিদের অংশগ্রহণে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোবাইল ফোনে দেশে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রবাসীরা।

মালয়েশিযার রাজা, সুলতান ইব্রাহিম এবং রানী জারিথ সোফিয়া দেশের সকল নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন পবিত্র এই দিনে রুকুন নেগারার পাঁচটি নীতির উপর ভিত্তি করে ঐক্য বজায় রাখার দায়িত্ব প্রতিটি মালয়েশিয়ানের।

প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ঈদুল ফিতরের বার্তায় মুসলিমদের পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতি বজায় রাখাতে হবে। মালয়েশিয়ার বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি এবং দয়া ছাড়া জাতি কাঙ্ক্ষিত শান্তি ও স্থিতিশীলতা অর্জন করতে পারে না। মানবিক মর্যাদা, ‘কারামাহ ইনসানিয়া’কে মহৎ ও স্বাধীন সত্তা হিসেবে সমুন্নত রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান প্রবাসী বাংলাদেশি ও মালয়েশিয়ান নাগরিকসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দেশে অবস্থিত প্রবাসীদের পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়া সরকারের নিয়ম-কানুন পালন করে ঈদ উদযাপন করবেন। আপনাদের ও আপনাদের পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করেন হাইকমিশনার মো: শামীম আসান।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button