প্রবাস

মালয়েশিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ বাংলাদেশি শ্রমিক

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে দুই-ডিগ্রি পোড়া ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে তিনি সুঙ্গাই বুলোহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির সরকারি গণমাধ্যম বারনামা সেলাঙ্গর দমকল ও উদ্ধার বিভাগের (জেবিপিএম) সহকারী পরিচালক আহমদ মুখলিস মোকতারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শনিবার (স্থানীয় সময়) দুপুর ১টা ৪১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকলকর্মীরা। সুঙ্গাই বুলোহ, বুকিত জেলুতুং, দামানসারা ও সেলায়াং স্টেশন থেকে আগত দমকল বাহিনী মাত্র ১৭ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

দগ্ধ শ্রমিকের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি দেশটি, তবে তিনি একজন বাংলাদেশি নাগরিক সেটি নিশ্চিত করেছে স্থানীয় পত্রিকাগুলো। দি স্টার অনলাইন সহ বেশ কয়েকটি পত্রিকা জানিয়েছে, আগুনে একটি টেক্সটাইল ও রিসাইক্লিং কারখানার ৮০ শতাংশ, একটি ধাতব কারখানার ৭০ শতাংশ এবং একটি কাঠের কারখানার ৯০ শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে।

নিউ স্টেইটস টাইমস জানিয়েছে, দমকল বিভাগের তথ্য অনুযায়ী, আগুন প্রায় ৯০ বাই ১৬০ স্কয়ার ফুট (প্রায় ৮.৪ বাই ১৫ বর্গমিটার) এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। আগুনে একটি টয়োটা হিলাক্স গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়া একটি প্রোটন গাড়িও আগুনে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—এর প্রায় ১০ শতাংশ অংশ আগুনে পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আগুন বিকেল ২টা ৫১ মিনিটের দিকে আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে। দমকল বিভাগ জানায়, এখন পর্যন্ত ৪০ শতাংশ আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে এবং বাকি অংশ নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button