দল হিসেবে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, এখন যা করতে চান পিনাকী
আমি সামার ভ্যাকেশন নেই জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে আগষ্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। কাকতালীয় ভাবে এই সময়টাতেই সংঘটিত হলো বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এক গণবিপ্লব। আমি সাধ্যমতো ভুমিকা রাখার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি জানিনা, কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করেছি, দিনের পর দিন নির্ঘুম কাটিয়েছি।
দুনিয়া কাপানো কয়েক সপ্তাহ পালটে দিয়েছে অনেক কিছুই। দেশ ইতিহাসের নির্মম ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে। এক নদী রক্ত পেরিয়ে বাংলাদেশের ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এই লড়াই পালটে দিয়েছে আমাকেও। নতুন করে জীবন নিয়ে পরিকল্পনা করতে হচ্ছে।
আগামীকাল সকালে দীর্ঘ ছুটির পরে অফিসে জয়েন করবো। আমার সময়ের একটা বড় অংশ নিয়ে নেবে আমার পেশাগত কাজ। গত এক মাসের ফুল টাইম এক্টিভিজমের এইখানেই আপাতত সমাপ্তি। ভিডিও বানানো চলবে, হয়তো ফ্রিকুয়েন্সি কমবে। ফেইসবুকে টুইটারে সময় দেয়া সম্ভব হবেনা আগের মতো।
বিপ্লব যদি আমাদের আশংকাকে সত্য প্রমাণ করে বেহাত হয়ে যায়। আমি আবার ফিরে আসবো ফুল টাইম এক্টিভিজমে।
দেশে ফিরবো, এখুনি না। আমি যা করতে চাই তার প্রস্তুতি নিয়েই ফিরবো। আমাকে পশ্চিমের ইন্টেলেজেনশিয়াতে জায়গা করে নিতে হবে, আমার জন্য না বাংলাদেশের জন্যই। সেইজন্য আমাকে আরো কিছুদিন থাকা দরকার ইউরোপে। অন্তত আরো দুই বছর।
আমি বাংলাদেশে একটা নন প্রফিট ইন্ডিপেন্ডেন্ট ইন্সটিটিউট করবো আর্ট আর হিউম্যানিটিজ পড়ানোর জন্য কোন কর্পোরেট বা রাষ্ট্রিয় সাহায্য আমি নেবোনা। সারা দুনিয়া থেকে সেরা ফ্যাকাল্টিরা এসে পড়াবেন আমাদের তরুণদের। আমি দুনিয়াকে খুলে দেবো সবার সামনে। বেশীরভাগ কোর্সই হবে ফ্রি, অল্প কিছু পেইড কোর্স থাকবে৷ বাংলাদেশের তরুনদের সাথে আমি দুনিয়ার বুদ্ধিবৃত্তির সাথে কানেক্ট করিয়ে দেবো। এই প্রতিষ্ঠান গড়ার রিসোর্স সাথে নিয়েই ফিরতে হবে। আমার এই দুই বছর তাই দরকার।
এই ইন্সটিটিউট হবে আগামীর বাংলাদেশের ইন্টেলেকচুয়াল পাওয়ার হাউজ।
দোয়া করবেন, আমার এই আখেরি স্বপ্ন যেন পুরণ করার হিম্মত অর্জন করতে পারি। আমি সারাটা জীবন আপনাদের সাথেই থাকবো। জনগনের একজন হয়ে আপনাদের কন্ঠস্বর হয়েই থাকবো। এই কন্ঠস্বর ক্ষমতার কাছে মাথা নোয়াবে না। আগামীর বাংলাদেশকে আমরা একসাথে মাথা উঁচু করে গড়ে তুলবো।
ইনকিলাব জিন্দাবাদ।