রোমানিয়া

প্রথম ৬ মাসে হাজারের বেশি আশ্রয় আবেদন রোমানিয়ায়

প্রবাস কণ্ঠ ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে রোমানিয়ায় আশ্রয়ের আবেদন করেছেন ১ হাজার ৩১২ জন। এর মধ্যে তৃতীয় সর্বোচ্চ আবেদনকারী বাংলাদেশ থেকে।

রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) ৮ আগস্ট এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আশ্রয়ের জন্য মোট ১ হাজার ৩১২টি আবেদন জমা পড়েছে।

আবেদনকারীদের মধ্যে শীর্ষে রয়েছে সিরিয়ার নাগরিকরা। তারা ৩২৯টি আবেদন করেছেন, যা মোট আবেদনের ২৫.১ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল, যার নাগরিকেরা ১৫৫টি আবেদন জমা দিয়েছেন (১১.৮ শতাংশ)।

বাংলাদেশিরা ১১৩টি আবেদন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। এটি মোট আবেদনের ৮.৬ শতাংশ।

রোমানিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে হাঙ্গেরি সীমান্তবর্তী তিমিসোয়ারা শহরে। এরপরই রয়েছে রাজধানী বুখারেস্ট এবং গিউরগিউ শহর।

রোমানিয়ায় বৈধ ভিসাধারী বা অনিয়মিত অভিবাসী যে কেউ আশ্রয়ের আবেদন করতে পারেন। তবে দক্ষিণ এশীয় দেশগুলোর নাগরিকদের আশ্রয় পাওয়ার হার খুবই কম। অধিকাংশ আবেদনই প্রত্যাখ্যাত হয়।

বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের আশ্রয়প্রার্থীরা অভিযোগ করেছেন, হাঙ্গেরি সীমান্তে অনিয়মিতভাবে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের সীমান্ত পুলিশ আটক করে জোরপূর্বক আশ্রয়ের আবেদন করতে বাধ্য করে।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

পিকে/এ/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button