মতামত

চারপাশে ১০৫০৬ কিলো শত্রুবিশিষ্ট ভারতের জন্য শুভকামনা

ভারতের পশ্চিমে আছে পাকিস্তান। ভারত পাকিস্তানের স্থল সীমান্ত প্রায় ৩০০০ কিলোমিটার। ভারত পাকিস্তানের জাত শত্রু, এদের শত্রুতা জন্মজন্মান্তরের।

উত্তর পূর্বে চীনের সাথে ভারত ৩৪০০ কিলোমিটার স্থল সীমান্ত শেয়ার করে। এই দেশের সাথে ভারতের সাপে-নেউলে সম্পর্ক এটা সবারই জানা।

আফগানিস্তানের সাথে ১০৬ কিলোমিটার স্থল সীমান্ত স্বীকৃতি দেয় ভারত। এটি বিতর্কিত হওয়ায় আফগানিস্তান ভারতকে কিছুটা আড়চোখে দেখে।

মাঝখানে বাংলাদেশ, ভারত বাংলাদেশ সীমান্ত ৪১০০ কিলোমিটারে সীমাবদ্ধ এবং বর্তমানে বাংলাদেশ পুরোপুরি ভারতবিদ্বেষী। ভারতের দক্ষিণে আছে মহাসাগর।

পড়ে রইলো নেপাল, ভূটান আর মিয়ানমার।
নেপাল চীনের সাথে সীমান্ত শেয়ার করে, তারা শব্দ করার সাহস পাবে না। ভূটান ভারতের সীমান্ত মাত্র ৫০০ কিলোমিটারের, মিয়ানমারে নিজেদের মধ্যেই যুদ্ধ।

না মানে এসব এমনিই বললাম আরকি! ভারতের জন্য শুভ কামনা রইলো।❤️

-ailurophile

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button