বাংলাদেশ

স্বামী ও সন্তান রেখে ভিক্ষুকের সঙ্গে পালালেন স্ত্রী

স্বামী ও ৬ সন্তানকে ফেলে ভিক্ষুকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ৩৬ বছর বয়সী এক নারীর রিরুদ্ধে। ভারতের উত্তরপ্রদেশের হারদই জেলায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর স্বামী রাজু এই ঘটনায় ইতোমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছে।

অভিযোগে ৪৫ বছর বয়সী রাজু বলেছেন, স্ত্রী রাজেশ্বরী ও ছয় সন্তানকে নিয়ে হারদইয়ের হারপালপুর এলাকায় বসবাস করেন। ৪৫ বছর বয়সী নানহে পণ্ডিত এলাকায় মাঝেমধ্যে ভিক্ষা করতে আসতেন। নানহে ভিক্ষা করতে আসলে প্রায় রাজেশ্বরীর সঙ্গে গল্প করতেন এবং তারা ফোনেও কথা বলতো। গত ৩ জানুয়ারি আনুমানিক দুপুর ২টায় রাজেশ্বরী আমাদের মেয়ে খুশবুকে বলে যে কাপড় ও সবজি কিনতে সে বাজার যাচ্ছে। এরপর রাজেশ্বরী না ফিরলে আমি সব জায়গায় খুঁজলাম, কিন্তু তাকে পেলাম না।

রাজু বলেছেন, একটি মহিষ বিক্রি করার যে টাকা ছিল তা নিয়েও আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে। আমি সন্দেহ করছি নানহে তাকে নিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, তারা এখন অভিযুক্ত ভিক্ষুক নানহে পণ্ডিতকে খুঁজছে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৮৭ ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

The post স্বামী ও সন্তান রেখে ভিক্ষুকের সঙ্গে পালালেন স্ত্রী appeared first on ডেইলি ক্যাম্পাস লাইভ.

সূত্র: dailycampuslive

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button