ভারত

পাকিস্তানের আকাশে ৪৬ মিনিট উড়ল মোদির বিমান

সম্প্রতি ইউরোপ সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেন থেকে পোল্যান্ড হয়ে ভারতে ফিরছিলেন তিনি। এ সময় মোদিকে বহনকারী বিমানটি পাকিস্তানের আকাশসীমায় ৪৬ মিনিট ধরে উড়তে থাকে। যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে পাক-ভারত সম্পর্কে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, যখন কোনো রাষ্ট্র কিংবা সরকারপ্রধান পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করেন, তখন রীতি বা ঐতিহ্য মেনে তিনি একটি শুভেচ্ছাবার্তা (গুডউইল মেসেজ) দেন। কিন্তু মোদি সেটা করেননি।

আঞ্চলিক রাজনীতিতে প্রতিবেশী ভারত ও পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বি দেশ। তাই পাকিস্তানের আকাশসীমায় ভারতের প্রধানমন্ত্রীর অবস্থান এবং শুভেচ্ছাবার্তা না দেওয়ার ঘটনা পাকিস্তানি সংবাদমাধ্যমের মনোযোগ কেড়েছে।

এ বিষয়ে পাকিস্তানের এভিয়েশন শিল্পের সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র ডনকে জানায়, শুভেচ্ছাবার্তা দেওয়াটা পুরোনো একটা রীতি। এটা বাধ্যতামূলক নয়। অর্থাৎ কেউ রীতি মেনে বার্তা দিতে পারেন, নাও দিতে পারেন। তবে মোদি ভারতে তার সমালোচকদের কাছ থেকে এ নিয়ে সমস্যার মুখোমুখি হতে পারেন।

পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্রের বরাতে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, নরেন্দ্র মোদিকে বহন করা ভারতীয় বিমানটি পাকিস্তানের চিত্রল অঞ্চলের আকাশসীমায় প্রবেশ করে। পরে অমৃতসরে চলে যায়। বিমানটি এ সময় ইসলামাবাদ ও লাহোরের ওপর দিয়েও উড়ে যায়।

সেই সঙ্গে এখন ভারতের বাণিজ্যিক বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা উন্মুক্ত আছে বলেও জানায় সূত্রটি।

সূত্রটি বলেছে, ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে আলাদা করে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। কিছু ক্ষেত্রে মোদির বিমানকে একটি কল সাইন দেওয়া হয়। একইভাবে পাকিস্তানি কর্তৃপক্ষ রাষ্ট্রপ্রধানদের বহনকারী বিমানকে নিজেদের আকাশসীমা অতিক্রমের সময় ‘পাকিস্তান ওয়ান’ কল সাইন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button