বাংলাদেশ

সীমান্তে পৌনে ১ কোটি টাকার ভারতীয় শাড়িসহ যুবক আটক

জুমবাংলা ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পৌনে ১ কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও একটি পিকআপসহ লিমন সিমসাং (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট গজনী এলাকা থেকে ওই শাড়িসহ তাকে আটক করা হয়।

আটক লিমন ছোটগজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১১০০/৪-এস থেকে দেড় কিলোমিটার ভেতরে ঝিনাইগাতী উপজেলার ছোটগজনী এলাকায় অভিযান অবৈধভাবে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি অভিনব কায়দায় পাচারের চেষ্টা করে। পরে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯ বিজিবির অধীনস্থ তাওয়াকুচা বিওপির বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে ১ হাজার ১৮৯ পিস ভারতীয় শাড়ি ও একটি মিনি পিকআপসহ লিমনকে হাতেনাতে আটক করে। উদ্ধারকৃত শাড়ির মূল্য প্রায় ৭৫ লাখ টাকা এবং উদ্ধারকৃত পিকআপের মূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। লিমন ভারত থেকে অবৈধভাবে চোরাচালানী মাল সংগ্রহ করে শেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিল বলে জানায় বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত শাড়ি ও পিকআপসহ ধৃত আসামিকে ঝিনাইগাতী থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

সাংবাদিকদের হাত লম্বা, কিন্তু আইনের হাত আরও লম্বা: অ্যাটর্নি জেনারেল

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button