প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর উপর আওয়ামিলীগ সন্ত্রাসী কর্তৃক হামলায়, কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হওয়ার প্রতিবাদ সভা এবং দোয়া ও মিলাদ মহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী কুয়ালালামপুরে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার শাখার সাধারণ সম্পাদক এস এম বশিরের সঞ্চালনায় এবং সিনিয়র সহ-সভাপতি আলী খান জুয়েলে এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সভাপতি এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার রতন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি জিয়া হাসান। স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সাংগঠনিক সম্পাদক এবং শ্যামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ, শামসুল আলম সিকদার (হেলাল শিকদার)।

সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার দপ্তর সম্পাদক মোশারফ হোশাইন (হৃদয়), প্রচার সম্পাদক মারুফ এলাহী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সভাপতি গোলাম কবির প্রমুখ।

সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার শাখার সহ-সাধারণ সম্পাদক, হাসান রাজা, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার ক্রীড়া সম্পাদক সোহেল মোল্লা, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল এবং সদস্য মনির হোসেন ও স্বেচ্ছাসেবক দল হাংতুয়া শাখার সভাপতি মোঃ হোসেন সহ অনেক নেতৃবৃন্দ।

স্বেচ্ছাসেবক দল কুয়ালালামপুর মহানগর নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত সভাপতি আক্তার গাজী, সহ-সভাপতি ফুরকান শাহ, সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুহিত, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহিম, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আলিম উল্লাহ, সদস্য উত্তম কুমার চৌধুরী, মোঃ আলী, জসীমউদ্দীন, হেলাল উদ্দিন, মোঃ মনির প্রমুখ।

সভায় বক্তারা আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক নেতৃবৃন্দের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, মরহুম শওকত আলী দিদারের বিদায়ী আত্মার মাগফেরাত ও আহত নেতৃবৃন্দের দ্রুত সুস্থতা কামনা করেন।

সভা শেষে মরহুম শওকত আলী দিদার এবং আরাফাত রহমান কোকো সহ বিগত দিনে, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নিহত সকল শহীদ এবং আহত সকল বীরদের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, দেশের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button