ডিসেম্বরের মধ্যে ইতালির ভিসা আবেদন নিষ্পত্তির আশ্বাস
ডেস্ক রিপোর্ট: ডিসেম্বরের মধ্যে ২০ হাজার ভিসা আবেদন নিষ্পত্তি করবে বলে আশ্বস্ত করেছে ঢাকায় ইতালি দূতাবাস। কাজের গতি বাড়াতে ইতালি দূতাবাসে আরও ২-৩ জন কর্মকর্তা ঢাকায় নিয়ে আসছেন বলে জানিয়েছেন তারা।
বুধবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, দীর্ঘদিন ধরে অনেক ভিসা আবেদন আটকে রয়েছে। ২০ হাজার ভিসা কেস রোম থেকে ক্লিয়ার্ড হয়েছে। সে ভিসাগুলো দেওয়ার অগ্রগতি খুব কম। ইতালি রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে, উনি আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মধ্যে এ ভিসাগুলো দিয়ে দিবেন। এছাড়াও ইতালি দূতাবাস অতিরিক্ত ২-৩ জন কর্মকর্তা নিয়ে আসছেন কাজ করতে, তারা আসলে কাজের গতি বৃদ্ধি পাবে।
এর আগে, ভিসা আবেদনের প্রক্রিয়ার সময় ৯০ দিন ধার্য করা হলেও ইতালি দূতাবাস বিভিন্ন কারণ দেখিয়ে এর সময়গুলো আরও পিছিয়ে দেয়। বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির ভাষ্য মতে, অনেক বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট আটকে আছে দেশটিতে।
Source: প্রবাস বার্তা