ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মহলে সম্প্রীতির মেলবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, মালয়েশিয়ায় অধ্যয়নরত বিভিন্ন ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা। ২৭ নভেম্বর মালয়েশিয়ার পিং সিটি প্রত্রজায়ার তামান বোটানিতে অনুষ্ঠিত মীট এন্ড গ্রীট উইথ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস (ম্যাগনেট ২০২৪) অনুষ্ঠানে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের উজ্জ্বল উপস্থিতি নিশ্চিত করেছেন।
প্রতিবছর আয়োজিত এই আন্তর্জাতিক মিলনমেলার আয়োজন করে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবারের আসরে অংশ নেন মালয়েশিয়ায় অধ্যয়নরত বিশ্বের বিভিন্ন দেশের ২ হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী।
অনুষ্টানে অতিথি ছিলেন মালয়েশিয়ার ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির উপাচার্য, ইয়াং বেরবাহাগিয়া লেফটেন্যান্ট জেনারেল দাতুক মার্দজুকি বিন মুহাম্মাদ এবং মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী জামব্রি আবদুল কাদির।
প্রোগ্রামের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বুথ প্রদর্শনী। ইউনিভার্সিটি মালায়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (ইউএমআইএসএ) ব্যানারে অংশ নেওয়া বাংলাদেশি দলটি তাদের বুথে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্যবাহী শিল্পকর্ম ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনী আয়োজন করে। ঐতিহ্যবাহী হস্তশিল্প, ঐতিহাসিক উপস্থাপনা এবং গল্পের মাধ্যমে তারা দর্শনার্থীদের মুগ্ধ করেন।
বাংলাদেশি দলের সদস্যরা ছিলেন আকিফ মওলা, ইফফা নবীহা খান, রক আহমেদ সাইজিদুর রহমান, কিয়াও সুই সিয়েন মারমা, শিবলি নোমান, এম এ তাহের এবং ইসমাত জাহান।
মঞ্চে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীরা গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ডকুমেন্টারি ও নৃত্য প্রদর্শন করে। ইউনিটেনের শিক্ষার্থী মো: আলামিন সরকারের নেতৃত্বে মঞ্চে নৃত্য পরিবেশন করেন মো: আসাদুজ্জামান নূর , সাদিয়া রহমান বিপা ও আনিসা ইবনাথ। তাদের প্রচেষ্টায় বাংলাদেশের সাংস্কৃতির উজ্জ্বল পরিচয় তুলে ধরা সম্ভব হয়েছে।
মালয়েশিয়ার ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবেদীন তেরেঙ্গানুর পিএইচডি বাংলাদেশি শিক্ষার্থী মো: রিয়াজ উদ্দিন বলেন, মীট এন্ড গ্রীট উইথ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস (ম্যাগনেট ২০২৪) শুধুমাত্র একটি সাংস্কৃতিক উৎসব নয়; এটি বৈশ্বিক ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মেলবন্ধন হিসেবে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশি শিক্ষার্থীদের এই অর্জন আন্তর্জাতিক মঞ্চে দেশের মর্যাদাকে আরও উচ্চতর করেছে।
Source: প্রবাস বার্তা