মালয়েশিয়া

মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসী আটক

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। ১৪ জুলাই রাজ্যের ৪ টি কোপিটিয়ামে অপস সেলারা নামের অভিযানে বিভিন্ন দেশের ১৪৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।

সোমবার (১৫ জুলাই) রাজ্যের অভিবাসন বিভাগ এর পরিচালক, দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জনসাধারণের অভিযোগের পর, স্থানীয় সময় সকাল ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত জোহর ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তাদের একটি দল অভিযান পরিচালনা করেন।

পরিচালক বলেন, চারটি কপিটিয়ামে অভিযানে, মোট ২০৩ জন বিদেশি এবং স্থানীয়দের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৫ জনকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়।

রুশদি মোহাম্মদ দারুস বলেন, আটকদের মধ্যে মিয়ানমারের ৯০ জন পুরুষ ও ১৮ জন নারী, ২৭ জন নেপালি পুরুষ, ৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ৩ জন নারী এবং ৩ জন বাংলাদেশি। যাদের বয়স ১৮ থেকে ৪৪ বছর।

তিনি বলেন, সকল বিদেশিকে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯ (বি) এর অধীনে, যা পাসপোর্টের শর্ত লঙ্ঘনের দায়ে বিভিন্ন অপরাধের জন্য তাদের আটক করা হয়েছে।

পরিচালক আরো বলেছেন, আটকদের কোনো বৈধ পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট না থাকায় ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ৬(১)(সি) এবং একই আইনের ১৫(১)(সি) ধারায় দীর্ঘকাল অবৈধ ভাবে মালয়েশিয়ায় বসবাস করায় তাদের আটক করা হয়।

“অভিবাসন বিভাগ, অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন প্রবিধান ১৯৬৩ এবং ব্যক্তি ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭ (অপ্টিজম) এর অধীনে অপরাধ করে এমন কারো সাথে আপস করবে না বলে জানিয়েছেন পরিচালক।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button