প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় বিএনপি নেতার জানাজায় প্রবাসীদের ঢল

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক, ব্যবসায়ী ও নোয়াখালী সমিতির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন লিটনের ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টায় মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় অনষ্টিত হয়।

জানাজার নামাজে মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, বিএনপি নেতা শহিদ উল্লাহ শহিদ, সহ সাধারণ সম্পাদক এসএম নিপু, কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক বশির আলম সহ সর্বস্তরের প্রবাসীরা অংশ নেন।

আবদুল্লাহ আল মামুন লিটন শুক্রবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে কুয়ালালামপুরে নিজ বাসায় মৃত্যুবরণ করেন । ৫২ বছর বয়সী এ প্রবাসী রাজনীতিবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন সর্বস্তরের প্রবাসীরা।

জানাজা শেষে লিটনের মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে পাঠানোর কথা রয়েছে। রবিবার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় তার গ্রামের বাড়িতে ২ য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আব্দুল্লাহ আল-মামুন লিটন নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে মালয়েশিয়া যান। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button