প্রবাসমালয়েশিয়া

কাজ শুরুর আগে তিলাওয়াত ও মোনাজাত, প্রশংসায় বাংলাদেশি কর্মীরা

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটা ভারুতে সুলতান ইসমাইল পেত্রা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাদের কুরআন তিলাওয়াত ও একত্রে মোনাজাত ( প্রার্থনা) করতে দেখা যায়, যা শুরু হয় প্রতিদিনের কাজের আগে।

১ জানুয়ারি কসমো অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রকল্প পরিচালনাকারী ঠিকাদারি সংস্থা প্রতিদিন সকালে শ্রমিকদের কুরআন তিলাওয়াত ও মোনাজাতের এই রীতি অনুসরণ করতে বাধ্য করেছে। এতে বলা হয়, “সুবহানাল্লাহ, এটি এমন একটি কর্মসংস্কৃতি যা অনুসরণযোগ্য। তারা এলটিএসআইপি নির্মাণে শ্রমিক হিসেবে কাজ করছে।”

ভিডিওটি দেখে নেটিজেনরা প্রশংসাসূচক মন্তব্য করেছেন এবং বলেছেন, বাংলাদেশি শ্রমিকরা সাধারণত ধর্মীয় জ্ঞান ও প্রার্থনার ব্যাপারে সচেতন।

একজন ব্যবহারকারী খারি আজিজি মন্তব্য করেন, “এই কারণেই আমি বাংলাদেশিদের শ্রদ্ধা করি। তারা বিদেশে কঠোর পরিশ্রম করেও সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে। তারা মসজিদে নামাজ পড়তে বেশি গুরুত্ব দেয়, এমনকি শুক্রবার দূর থেকে হেঁটে আসে।”

অন্য একজন ব্যবহারকারী লেখেন, “প্রতি শুক্রবার বাংলাদেশিরা মসজিদে যাওয়ার জন্য দৌড়ে আসে। আমার এলাকায় একটি প্রকল্প চলছে, যেখানে তাদের বাসস্থান থেকে মসজিদ প্রায় এক কিলোমিটার দূরে। তাদের প্রতি আমার সম্মান বেড়ে যায়।”

এই ভিডিও বাংলাদেশি শ্রমিকদের ধর্মীয় অনুশাসনের প্রতি নিষ্ঠা এবং বিদেশে কঠোর পরিশ্রম করার পাশাপাশি তাদের আধ্যাত্মিকতার প্রতি দায়বদ্ধতার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button