প্রবাসমালয়েশিয়া

ফাইভ জি স্পিডে তারাবি পড়া থেকে বেরিয়ে আসতে হবে: আজহারী

ডেস্ক রিপোর্ট:
ফাইভ জি স্পিডে কোরআন তেলাওয়াত করে তারাবির নামাজ আদায় বিষয়ে ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা উচিত। তিনি বলেন, এর ফলে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা সম্ভব হয় না এবং ভুল ভ্রান্তির আশঙ্কা থাকে।

৯ মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চাইনিজ এসেম্বলি হলে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়া আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে তিনি তার বক্তব্য এসব কথা বলেন।

ড. আজহারী এ সময় পবিত্র কোরআনের সুরা আত-ত্বিন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আল্লাহ তাআলা এই সুরায় দুইটি ফল ও দুটি পবিত্র স্থান নিয়ে কসম করেছেন। ত্বিন (ডুমুর জাতীয় মিষ্টি ফল) এবং জয়তুন (জলপাই) ফল, মক্কা নগরী এবং সিনাই পর্বত—এসবই আল্লাহর কসমের বিষয়। তিনি জলপাই তেলের ঔষধি গুণের কথাও উল্লেখ করেন।

ড. আজহারী আরও বলেন, সুরা আত-ত্বিনে শাম নগরী বা সিরিয়া থেকে আল আকসা পর্যন্ত অঞ্চলের বরকত সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলেছেন, যেখানে ঈসা (আ.)-সহ তিন নবীর পবিত্র জন্মস্থান অবস্থিত।

ইফতার মাহফিলে বিশেষ আলোচক ছিলেন কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর হুঃ মাঃ মোশতাক ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন মো. নাসিম, ইসমাইল হেসেন, মুকুল হোসেন, দাতু ইয়াছিন ও মো. আনোয়ার।

এছাড়া বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার সদস্য মো. রমজান, মো. রাজু, মো. রাসেল, মো. সফিক, মো. মজিদ, মো. মামুন, মো. রেজওয়ান, খান তরিকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ মুহূর্তে বিশ্ব মুসলিম উম্মাহ ও প্রবাসীদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button