প্রবাস

মালয়েশিয়া যেতে না কর্মীদের টাকা ফেরতের দায় নিবে না বায়রা

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়া যেতে না পারা সেই ১৭ হাজার কর্মীর টাকা ফেরত দেয়ার দায় নেবে না বায়রা বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ। তিনি বলেন, যারা কর্মীদের কাছ থেকে টাকা নিয়েছেন, তাদেরকেই টাকা ফেরত দিতে হবে। এ সময় তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্ন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সংবাদ সম্মলনে আরো জানানো হয়, আবারও বায়রা দখলের চেষ্টা করছে একটি চক্র। গেল ১২ অক্টোবর ইসি কমিটির মিটিং চলাকালে আচমকাই হামলা চালানো হয়। এতে আহত হয় বায়রার নেতাকর্মীসহ সাধারণ সদস্যরা।

এছাড়া অভিবাসন খাতকে ঢেলে সাজানোসহ মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানায় বায়রার একাংশ। মানুষের অর্থ লুট ও পাচার হওয়া অর্থ ফেরত আনাসহ এই দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিও জানায় সংবাদ সম্মলনে।

সংবাদ সম্মলনে উপস্থিত বায়রা’র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের বড় বৈদেশিক মুদ্রা অর্জনের খাত হলো বৈদেশিক কর্মসংস্থান খাত। এ খাত থেকে প্রতিবছর বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এই খাতে যাতে আর দুর্নীতি না হয়ে সেই ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সব রিক্রুটিং এজেন্সি যেন যেকোনও দেশে কর্মী পাঠাতে পারে, সেই সুযোগ এখন নিশ্চিত করতে হবে। আগামীতে বায়রার সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বায়রার সুনাম নষ্টকারী কেউ যেন আর বায়রাতে আসতে না পারে। আমরা সুন্দর এবং কলঙ্কমুক্ত বায়রা করতে চাই।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button