প্রবাসমালয়েশিয়া

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কুয়ালালামপুরে শেষ হলো বড় উৎসব দুর্গা পূজা

ডেস্ক রিপোর্ট:
দেশের ন্যায় দূর প্রবাস মালয়েশিয়াতেও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গা পূজা। বাংলাদেশ এবং ভারতের প্রবাসী বাঙালিদের সমন্বয়ে উদযাপন করা হয় দুর্গা পূজা। ২০১৭ সাল থেকেই মালয়েশিয়ায় পূজা উদযাপন করে আসছেন তারা।

শুরু থেকে কুয়ালালামপুর কেন্দ্রিক দুই থেকে তিনজন পারিবারিকভাবে এ দুর্গোৎসবের আয়োজন করলেও দিনে দিনে এই আয়োজনের পরিসর বড় হয়ে বিস্তৃত হয়েছে কুয়ালালামপুরের বাহিরেও। প্রতিবছর ব্রিকফিল্ড স্বামী বিবেকানন্দ আশ্রমে দুই বাংলার আয়োজনে বড় পরিসরে দুর্গা পূজা অনুষ্ঠিত হলেও এবার বাংলাদেশিদের বড় একটি অংশের আয়োজনে কুয়ালালামপুরের আম্পাং এর একটি মণ্ডপেও অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গা পূজা।

ঢাক-ঢোলের বাজনা, কাঁসা, শাঁখের আওয়াজ এবং ভক্তদের উলুধ্বনিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে উৎসবটি। আমপাংএ ২০২৪ এবার পূজার মূল আয়োজনে ছিলেন, সঞ্জয় কুমার বসাক,নীলেন্দু মুখোপাধ্যায়, সপ্তর্ষি কর্মকার, ভৈরব শর্মা,সঞ্জয় মন্ডল, অনুপম পল, সুরেজ রাজ, অঙ্কুর দে,দেবপ্রিয় সরকার ও সুমন চন্দ্র দাস।

এছাড়াও প্রবাসী বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলার প্রবাসীরাও ছিলেন এ আয়োজনে। সার্বজনীন এ পূজায় প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা কাজ শেষ করে ও বিশেষ ছুটি নিয়ে অংশ নিয়েছিলেন পূজায়।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button