মালয়েশিয়া
মালয়েশিয়া ৬৮ জন বন্দিকে ফেরত পাঠালো, এর মধ্যে ৩৭ জন বাংলাদেশি
প্রবাস কণ্ঠ ডেস্ক: মালয়েশিয়ার কারাগার থেকে মুক্তি পাওয়া ৬৮ জন বিদেশি নাগরিককে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ৩৭ জনই বাংলাদেশি।
১৭ আগস্ট মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকে ৬৮ জন বন্দিকে কুয়ালালামপুর ও সেনাই আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন আইন ও অন্যান্য প্রাসঙ্গিক আইনের অধীনে বিভিন্ন অপরাধে দণ্ডিত হওয়ার পর এসব বন্দিরা মুক্তি পেয়েছেন। তাদের নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে নাগরিকত্ব যাচাইয়ের পর তাদেরকে ফেরত পাঠানো হয়েছে।
ফেরত পাঠানো ব্যক্তিদের মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ নিষিদ্ধ করতে তাদের নাম ‘কালো তালিকা’য় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পিকে/এ/এম