প্রবাস

স্পেনে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
স্পেনে ‘অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া’ এর উদ্যোগে আয়োজিত ‘সিক্স এ সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ অক্টোবর) বার্সেলোনার স্থানীয় একটি মাঠে অনুষ্ঠিত সমাপনী খেলায় ‘ভাই ব্রাদার্স’ দল ‘ভয়েস অব গোলাপগঞ্জ’ দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা উপভোগ করতে মাঠে শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের সভাপতি করিম আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও রেদোয়ান হোসেনের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কাউন্সেলর রামন পেদ্র বেরনাউস। বিশেষ অতিথি ছিলেন বার্সেলোনা সিটি কর্পোরেশনের ক্রীড়া বিভাগের কাউন্সেলর ওরিয়ল গনজালেজ ট্রনকোসো।

এছাড়া আরো উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদুল সুহেদ, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হাকিম, স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, বার্সেলোনা বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম, স্পেন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. ছালাহ উদ্দিন,বার্সেলোনা বিজনেস ক্লাবের সভাপতি সোহেল গাজী, কমিউনিটি ব্যক্তিত্ব জাহাঙ্গির আলম, অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সহক্রীড়া সম্পাদক সজীব ব্যাপারী, ইমন আহমদ, নিজাম উদ্দীন, জসিম উদ্দিনসহ আরো অনেকে।

পরে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে অতিথিরা ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। উল্লেখ্য, ফুটবল টুর্নামেন্টটি গত ২৩ সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং এতে ২৪টি প্রবাসী বাংলাদেশি দল অংশগ্রহণ করে।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button