প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ার সেরেম্বানে ২৭ বাংলাদেশিসহ আটক ১৫১ অভিবাসী

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ার সেরেম্বানে ২৭ বাংলাদেশিসহ ১৫১অবৈধ অভিবাসীকে আটক করেছে নেগেরি সেম্বিলানের অভিবাসন বিভাগ। নেগেরি সেম্বিলানের অপারেশন ইস্ট ২.০ নামে রাজ্যের চারটি জেলায় একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর পাশাপাশি ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে বিভিন্ন অপরাধের জন্য অভিবাসীদের আটক করা হয়। আটককৃত অভিবাসীদের মধ্যে ৫৩ জন পুরুষ, ১৭ জন মহিলা এবং দুইজন ইন্দোনেশিয়ান ছেলে রয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজ্যের জিআইএমএনএস-এর পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানিয়েছেন, ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া ২০ অক্টোবর পর্যন্ত, চার দিনে কুয়ালা পিলাহ, জেলেবু, জেমপোল জেমেনচেহ, ট্যাম্পিন এবং গেমাসের আশেপাশের ৫৬টি পৃথক স্থানে বিভিন্ন দেশের ৪১১ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়।

আটকদের মধ্যে ২৭ বাংলাদেশি,১৯ পাকিস্তানি ১১ থাই, দুই ভারতীয়, এবং একজন করে ইয়মেন, আফগান ও মিয়ানমারের নাগরিক রয়েছে। আটক অভিবাসীদের বয়স ১ থেকে ৫২ বছরের মধ্যে।

অভিযানের সময় অবৈধ অভিবাসীরা পালানোর বিভিন্ন চেষ্টা করেও ব্যর্থ হয়। এসময় কয়েক জন নাগরিক মুক্তির আবেদনও করেছিলেন। আটকদের আরও তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button