প্রবাসমালয়েশিয়া

বাংলাদেশিসহ ৩৩ হাজার ৮০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশিসহ ৩৩ হাজার ৮০৭ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) রেকর্ড অনুসারে সাজা শেষে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত অভিবাসন ডিপো থেকে মোট ৩৩ হাজার ৮০৭ বিদেশি বন্দিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) মালয়েশিয়ার জাতীয় সংসদে টুয়ান তান হং পিনকে (পিএইচ-বাকরি) এক লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী, দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এই তথ্য জানিয়েছেন।

সাইফুদ্দিন জানান , এসব অভিবাসী কর্মীর মধ্যে ২৪ হাজার ৫৪২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ৮ হাজার ৮৭ জন প্রাপ্তবয়স্ক মহিলা, ৬৮১ জন ছেলে এবং ৪৯৭ জন মেয়ে রয়েছে। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানানো হয়নি। এর মধ্যে ইন্দোনেশিয়ান নাগরিকরা সবচেয়ে বেশি বন্দী ছিলেন, যার মোট সংখ্যা ১৪ হাজার ৫৮৩ জন (৪৩.১%)।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের কাছে বৈধ ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস (UNHCR) কার্ড আছে তাদের প্রথমে যাচাইকরণের উদ্দেশ্যে এবং মুক্তির আগে ইউএনএইচসিআর-এ রেফার করা হবে।

তিনি বলেন, “বন্দীদের প্রত্যাবাসন নিশ্চিত করার একটি ব্যবস্থা হিসাবে ইউএনএইচসিআর থেকে নিশ্চিতকরণ করা হয়েছিল যাতে প্রত্যাবর্তনের নীতি লঙ্ঘন না হয়। আরও মন্তব্য করে সাইফুদ্দিন বলেছেন, জিআইএম সর্বদা বন্দীদের দেশে পাঠানোর আগে তাদের ভ্রমণের কাগজপত্র দেওয়ার জন্য বিদেশি প্রতিনিধিদের সাথে সহযোগিতার মাধ্যমে প্রত্যাবাসনের জন্য কাজ করে।

ইমিগ্রেশন ডিপোর প্রশাসন ও ইমিগ্রেশন মহাপরিচালকের নির্দেশের ভিত্তিতে ইমিগ্রেশন ডিপোতে আটক অভিবাসীদের প্রত্যাবাসন ব্যবস্থাপনা পরিচালিত হয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী নাসুশন ইসমাইল।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button