বাংলাদেশ

সুইমিং পুলে প্র..স্রা..ব করে নতুন বিতর্কে আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে বলিউডের ইতিহাসের সকল রেকর্ডকে পিছনে ফেলেছে ‘পুষ্পা টু’ সিনেমা। এমনকি সিনেমাটির প্রিমিয়ার শো দেখতে গিয়ে পদতলে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক নারী ভক্তের। অনাকাঙ্ক্ষিত সেই মৃত্যুর ঘটনার তদন্ত এখনও চলমান।

সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে বিপদের মুখে জনপ্রিয় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। এবার ‘পুষ্পা টু’ সিনেমার একটি দৃশ্য নিয়ে এই নায়কের বিরুদ্ধে মামলা করলেন কংগ্রেস নেতা তথা তেলঙ্গানা বিধান পরিষদের সদস্য টি মাল্লানা। শুধু আল্লুই নয়, সিনেমার পরিচালক সুকুমারের বিরুদ্ধেও আনা হয়েছে অভিযোগ।

পুষ্পা সিনেমার নতুন সিক্যুয়েল ‘পুষ্পা টু’ ছবিতে আল্লু অভিনীত চরিত্র ‘পুষ্পা’র সুইমিং পুলে প্রস্রাব করার একটি দৃশ্য রয়েছে। আর সেখানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা এক অভিনেতাকেও ওই দৃশ্যে সুইমিং পুলে দেখা গেছে। আর সেই দৃশ্যই আল্লুর জন্য এবার বিপদ ডেকে আনল।

মামলায় আল্লুর বিরুদ্ধে অভিযোগ আনা সেই কংগ্রেস নেতা সিনেমার ওই দৃশ্যটিকে ‘অবমাননাকর’ বলে দাবি করেন। তিনি আরও দাবি করেন, যেভাবে ওই দৃশ্যটি পর্দায় ফুৃঁটিয়ে তোলা হয়েছে, তাতে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ অফিসারের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। আল্লু এবং ছবির পরিচালক, দুজনের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তিনি।

এদিকে ‘পুষ্পা টু’ সিনেমা ঘিরে শুরু থেকেই বিতর্ক। হায়দরাবাদের থিয়েটারে ছবির প্রদর্শনীতে হাজির হন আল্লু। সেখানে অভিনেতাকে দেখতে ৩৫ বছর বয়সি এক নারী পদপিষ্ট হয়ে মারা যান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এক শিশু। সেই ঘটনায় গ্রেপ্তারও হন আল্লু। জামিনে মুক্তিও পান পরে।

১/২ জন দিয়ে হবে না, হাজার পুরুষের সঙ্গে রাত কাটাতে চান স্বরা ভাস্কর

এছাড়া গত রবিবার হায়দরাবাদের জুবিলি হিলে আল্লুর নিজ বাসায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। সেখানে তার বাড়ি ভাঙচুর চালানোর পাশাপাশি অভিনেতার বিরুদ্ধে স্লোগান তোলেন সকলে। এমন আবহে সিনেমার দৃশ্য নিয়ে নতুন করে বিতর্কে পড়লেন এই দক্ষিণী সুপারস্টার।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button