প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় কমনওয়েলথ সামিটে বাংলাদেশের তরুণরা

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী “কমনওয়েলথ স্টুডেন্ট গভর্ন্যান্স সামিট-২০২৪”। রবিবার (১৭ নভেম্বর ) আন্তর্জাতিক এই সামিটের সমাপনী অধিবেশনে বাংলাদেশের পক্ষে জাতীয় পতাকা হাতে অংশ নিয়েছে ‘বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)’ -এর তরুণরা।

কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, মালয়েশিয়ান মিনিস্ট্রি অব হায়ার এডুকেশন, ইয়ুথ হাব ও লিমককউইং ইউনিভার্সিটির এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া পার্লামেন্টের স্পিকার তানশ্রী দাতু ডক্টর জোহারি বিন আবদুল।

প্রধান অতিথির বক্তব্যে তানশ্রী জোহারি আন্তর্জাতিক তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা একেকজন নিজ দেশের লিডার। আগামী দিনে তোমরাই নিজ দেশের নেতৃত্ব দিবে। আমাদের এই দেশ থেকে ভালো যা কিছু শিখে গেলে তা তোমাদের নিজেদের দেশে বাস্তবায়ন করবে।

তিনি বলেন, একদিন তোমরা যখন নিজ দেশের নেতৃত্বের জায়গায় পৌঁছবে এবং তোমার দেশের কোথাও কোন অনুষ্ঠানে যদি আমি উপস্থিত থাকি তাহলে সেদিন স্পিকারের জায়গায় তোমরা থাকবে আর শ্রোতার জায়গাটিতে আমি বসে তোমাদের নেতৃত্বের সাফল্যগাঁথা গল্প শুনব।

সামিটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন বেনজামিন ফ্রান্সের।

বিশেষ অতিথির বক্তব্যে বেনজামিন ফ্রান্সের বিশ্বের বিভিন্ন দেশে তরুণ শিক্ষার্থীদের গৌরবগাঁথা ইতিহাস স্মৃতিচারণ করেন। তিনি সর্বশেষ বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার উৎখাতে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার কথা উল্লেখ করেন এবং আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য এক মিনিট নিরবতা পালন করেন।

অনুষ্ঠানে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) রেহানা পারভিন, ইয়ুথ হাব-এর ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট পাভেল সারওয়ার সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর পক্ষে সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর, লিংকন ইউনিভার্সিটির ইউনিট প্রেসিডেন্ট ফাইজা হুমাইরা, সিটি ইউনিভার্সিটির ইউনিট প্রেসিডেন্ট রফিকুল ইসলাম, মাহসা ইউনিভার্সিটির ইউনিট সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ, ইউসিএসআই ইউনিভার্সিটি ইউনিটের আহ্বায়ক মুশফিকুর রহমান সহ অন্যান্য তরুণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button