প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশিসহ ১১৯ অভিবাসী আটক

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশিসহ ১১৯ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। সেলাঙ্গর রাজ্যের আমপাংজায়ায় দুই বছর থেকে ৫৫ বছর বয়সী মোট ৪০০ অবিবাসীর কাগজপত্র পরীক্ষা করে এর মধ্য থেকে যাদের কাগজপত্র নেই এমন ১১৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

বুধবার সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক মাসেরও কম সময় ধরে ওই এলাকায় গোয়েন্দা নজরদারির পর, ২৬ নভেম্বর সন্ধ্যা ৬ টা থেকে শুরু হওয়া কয়েকটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

এ সময় মিয়ানমারের ৭১ জন পুরুষ এবং ১৮ জন নারী, বাংলাদেশ ১৪, নেপাল ৮, ভারত ৪, ইন্দোনেশিয়ার ৩ পুরুষ এবং একজন নারীসহ মোট ১১৯ জনকে আটক করা হয়। আটকদের আরও পরীক্ষার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button