ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন সরকারকে অবৈধ বিদেশি শ্রমিকদের ক্রমবর্ধমান প্রবাহ মোকাবিলায় রয়্যাল কমিশন অফ ইনকোয়ারি (আরসিআই) গঠনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, এই উদ্যোগের উদ্দেশ্য হলো বিদেশি শ্রমিকদের জন্য একটি সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করা এবং তাদের প্রবেশের বিষয়টি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা।
অবৈধ অভিবাসনের এই দীর্ঘমেয়াদী সমস্যাটি দ্রুত সমাধান করা উচিত। তা না হলে এটি জাতীয় নিরাপত্তা ও পরিচয়কে হুমকির মুখে ফেলবে বলে মন্তব্য করেন মুহিউদ্দিন।
শনিবার ৩০ নভেম্বর, দলের বার্ষিক সাধারণ সম্মেলনে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেন। সম্মেলনে দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং পাসের সহ-সভাপতি দাতুক সেরি ড. আহমদ শামসুরি মোকতার এবং মহাসচিব দাতুক সেরি তাকিয়ুদ্দিন হাসান উপস্থিত ছিলেন।
মহিউদ্দিন আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা এখন হুমকির মুখে, কারণ সরকার মেরিটাইম সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলো মোকাবিলায় দুর্বল এবং অস্পষ্ট নীতি গ্রহণ করছে।
সরকার এমন কোম্পানির বিদেশি মালিকানাকে অনুমতি দিচ্ছে, যারা দেশের সম্পদ, ব্রডব্যান্ড নেটওয়ার্ক এবং কৌশলগত অবকাঠামো পরিচালনা করে।
বেরসাতু এবং পেরিকাতান ন্যাশনাল মালয়েশিয়া এয়ারপোর্টস হোল্ডিংস বারহাদের (এমএএইচবি) শেয়ার ইসরায়েলি সংক্রান্ত কোম্পানির কাছে দেওয়ার বিরোধিতা করলেও, মাদানি সরকার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়ে উদ্বিগ্ন নয়।
মুহিউদ্দিন বলেন, “সমাধান জনগণের এবং আপনাদের হাতেই। ১৬তম সাধারণ নির্বাচনে এই সরকারকে পরিবর্তন করতে হবে।
Source: প্রবাস বার্তা