প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় পেট্রোল স্টেশনে নতুন কাজের অনুমতি দিলো দেশটির সরকার

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ার পেট্রোল স্টেশনগুলোতে কর্মরত প্রবাসী কর্মীরা এখন থেকে স্টেশনের ক্যাফে এবং স্টোরে কাজ করতে পারবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

গতকাল দেশটির গণমাধ্যম জানায় সরকার পেট্রোল স্টেশন অপারেটরদের ক্যাফে এবং দোকানগুলিতে পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন এই সিদ্ধান্ত বিদেশি কর্মী কোটা বৃদ্ধির সাথে জড়িত নয়। কেবলমাত্র কর্মরত কর্মীদের ভেতর থেকেই এই নিয়োগ দেয়া যাবে।

মন্তব্য করে তিনি বলেন ” ১৯৯৫ সাল থেকে, পেট্রোল স্টেশনগুলি স্ব-পরিষেবা কার্যক্রম বাস্তবায়ন করেছে, সেই সময়ে মন্ত্রিসভার সিদ্ধান্তে বিদেশি কর্মীদের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছিল৷ তবে পেট্রোল স্টেশনগুলিতে এখন ক্যাফে, দোকান এবং অন্যান্য পরিষেবা রয়েছে ৷ নতুন এই সিদ্ধান্ত এই সেক্টরের বাস্তবতা এবং বিবর্তন সাপেক্ষে নেয়া হয়েছে।

গতকাল বিদেশি কর্মী ব্যবস্থাপনা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদ মন্ত্রীর মধ্যে দ্বাদশ যৌথ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এদিকে, মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম বলেছেন বৈঠকটি শিল্পে বিদেশি কর্মীদের নিয়োগের পদ্ধতির বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে, যাতে মালয়েশিয়ার পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের (পিডিএএম) মধ্যে সরাসরি কর্মসংস্থান এবং নিয়োগকর্তা স্থানান্তরের অনুমতি দেওয়া হয়।

“আগে, এই শ্রমিকদের সরাসরি নিয়োগকর্তারা নিয়োগ করতেন না, তাদের বেতন এজেন্টদের দ্বারা নির্ধারিত হতো ৷ এখন, নিয়োগ সরাসরি পেট্রোল স্টেশন পরিচালনাকারী সংস্থাগুলি দ্বারা করা হবে ৷

সাইফুদ্দিন নাসুশন আরও ঘোষণা করেছেন যে সরকার ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত অতিরিক্ত বিদেশি কর্মী কোটার জন্য আবেদনের উপর স্থগিতাদেশ বজায় রাখবে।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button